21 C
আবহাওয়া
২:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৯, ২০২৩
Bnanews24.com
Home » সাজা শেষে পাকিস্তান থেকে ফিরছে ২৫ বাংলাদেশি

সাজা শেষে পাকিস্তান থেকে ফিরছে ২৫ বাংলাদেশি

বাংলাদেশি

সাজা শেষে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বন্দি থাকা ২৫ জন বাংলাদেশি ঢাকায় ফিরে আসছেন।

পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, পররাষ্ট্র বিষয়ক আইনে তাদের সবাইকে অভিযুক্ত করা হয়েছিল। ইতিমধ্যে সাজার মেয়াদ শেষ হয়েছে।

এর মধ্যে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মালির কারাগার থেকে মুক্ত নয়জন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে আগামীকাল দেশে ফিরবেন। এই ৯ প্রবাসীকর্মী বৈধভাবে ওমানের একটি ফিশিং বোটে কর্মরত ছিলেন।

২০১৯ সালের মে মাসে ওমান সংলগ্ন আরব সাগরে মাছ ধরার সময় তাদের ফিশিং বোট স্রোতের টানে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়লে পাকিস্তানি কোস্টগার্ড তাদের আটক করে।

বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সাহায্য করেছে পাকিস্তান রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

পাকিস্তান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আইওএম ১৬ জনকে ফিরতে সাহায্য করছে। এই ১৬ জন ফিরবেন বুধবার। প্রতিজনের পেছনে খরচ হবে ২৫০ ডলার করে। বাকিদের টিকিটের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। তারা আসবেন বৃহস্পতিবার।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ