30 C
আবহাওয়া
২:০৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » কোমর চিকন করতে গিয়ে মডেলের মৃত্যু

কোমর চিকন করতে গিয়ে মডেলের মৃত্যু

জোসলি

বিনোদন ডেস্ক: নিজেকে সুন্দর করতে কত কিছুই না করে মানুষ। কখনো পোশাকে আবার কখনো বা শারীরিক ফিট রাখতে পিছু হটেন না। তাই বলে সুন্দর ও আকর্ষণীয় করতে কোমরে অস্ত্রোপচার! জ্বি হ্যা। এমনটাই করেছেন মার্কিন মডেল জোসলিন ক্যানো।

নিজেকে আরো বেশি আবেদনময়ী করার জন্য নিতম্বে অস্ত্রোপচার করান এ মডেল। তবে ভুল অস্ত্রোপচারের কারণে মৃত্যু হয়েছে ৩০ বছর বয়েসী এই মডেলের।

গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়—জোসলিন তার নিতম্ব আরো বড় করার জন্য এই প্লাস্টিক সার্জারি করান। আর এই অস্ত্রোপচার কলম্বিয়াতে করান তিনি। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে এই মডেলের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

জোসলিন একজন ফ্যাশন ডিজাইনারও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার দারুণ প্রভাব ছিল। এ মডেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী রয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি। প্রিয় মডেলের মৃত্যুতে তার ভক্ত অনুরাগীরা শোক জানিয়েছেন।

১৯৯০ সালে ক্যালিফোর্নিয়ার আনাহেইমে জন্মগ্রহণ করেন জোসলিন। তবে বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোরে। মাত্র ১৭ বছর বয়েসে স্থানীয় ম্যাগাজিনে প্রথম মডেল হন তিনি।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ