19 C
আবহাওয়া
৮:৫১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » দুই পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

দুই পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

দুই পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক: হঠাৎ করেই বাংলাদেশ দলের মধ্যে অন্তর্কন্দল। কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে পছন্দ করেন না পিটার বাটলার, মিডফিল্ডার মনিকা চাকমার এমন মন্তব্যের পর আজ ভারতের বিপক্ষে সিনিয়র দুই খেলোয়াড়কে ফিরিয়ে একাদশ সাজিয়েছেন বাটলার। শুরুর একাদশে ফিরেছেন পাকিস্তান ম্যাচে বদলি নাম মারিয়া মান্দা ও বেঞ্চে থাকা ডিফেন্ডার মাসুরা পারভিন ৷

তাদের সঙ্গে থাকছেন আগের ম্যাচে শুরু থেকে খেলা গোলরক্ষক রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র এবং জুনিয়র, শিউলি আজিম, সাবিনা খাতুন , ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, তহুরা খাতুন ও আফিদা খন্দকার। পাকিস্তান ম্যাচ থেকে বাদ পড়েছেন কোহাতি কিসকু ও স্বপ্না রানী।

শুরুর একাদশে গত বছর সাফে খেলা এগারো সিনিয়র ফুটবলারকে খেলাতে চাইলেও শেষ মুহূর্তে মত পালটে মাত্র দুটি পরিবর্তন এনেছেন বাটলার।

শেষ চারে খেলতে হলে ভারতের কাছে দুই গোলের ব্যবধানে হারলেও পথ খুলে যাবে বাটলারের দলের। কিন্তু পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে ভারত তাদের শক্তিমত্তা দেখিয়েছে । সর্বশেষ ম্যাচেই আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোল করা বালা দেবি আজও ভয়ংকর হয়ে উঠতে পারেন। ঐক্য হারানো বাংলাদেশ দল তাদেরকে কীভাবে আটকায় সেটাই এখন দেখার।

বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, মাসুরা পারভিন, শিউলি আজিম, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ