30 C
আবহাওয়া
৭:১৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আদালত কার্যক্রমের নতুন সময় সূচি নির্ধারণ

আদালত কার্যক্রমের নতুন সময় সূচি নির্ধারণ

আদালত কার্যক্রমের নতুন সময় সূচি নির্ধারণ

বিএনএ, ঢাকা : দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ খরচ কমাতে হাইকোর্ট ও দেশের সব নিম্ন আদালতের বিচারকাজের নতুন সময় সূচি নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

মঙ্গলবার (২৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, হাইকোর্ট বিভাগে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পৌনে ৩টা পর্যন্ত বিচারকাজ চলবে। মাঝে এক ঘণ্টার বিরতি থাকবে। দেশের নিম্ন আদালতে সকাল সাড়ে ৮টায় বিচারকাজ শুরু হবে। বিকেল পৌনে ৩টা পর্যন্ত বিচারকাজ চলবে। মাঝে এক ঘণ্টার বিরতি থাকবে। বৃহস্পতিবার থেকে এ সময় সূচি কার্যকর হবে।

উল্লেখ্য,সোমবার (২২ আগস্ট) বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিএনএনিউজ/সাহিদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ