31 C
আবহাওয়া
২:৫৯ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট

জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট

জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট

বিএনএ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন ভবনে কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ইভিএম ব্যবহারের পক্ষে রাজনৈতিক দলগুলোর আপত্তি এবং সমর্থন দুটোই রয়েছে। জানান, কমিশনের হাতে এখন দেড় লাখের মত ইভিএম আছে, তাতে ৭০-৮০টি আসনে ভোটগ্রহণ সম্ভব। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৫০ আসনে ইভিএমে ভোট নেয়া কমিশনের পক্ষে কঠিন। তারা বিচার-বিশ্লেষণ করে দেখেছে, যদি নতুন মেশিন কেনা না হয়, তাহলে ১০০ আসনে ভোট করাই কঠিন হয়ে যায়। আর দেড়’শ আসনে ইভিএমে ভোট নিতে হলে কমিশনকে নতুন মেশিন কিনতে হবে।

এর আগে ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়া জাতীয় পার্টিসহ ১৫টি রাজনৈতিক দল ইভিএম ব্যবহারের বিরোধিতা করেছে। সংলাপে অংশ না নেয়া বিএনপিসহ ৯টি দলও ইভিএমে ভোটগ্রহণের বিপক্ষে। তবে আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দল ইভিএম ব্যবহারের পক্ষে। ৩০০ আসনেই ইভিএমে ভোট গ্রহণের দাবি জানিয়েছে আওয়ামী লীগ।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ