29 C
আবহাওয়া
৫:৩৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি

বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি

ডিএসই'র ১৮ কর্মকর্তার পদোন্নতি বাতিল 

বিএনএ ডেস্ক: নতুন অফিস টাইম নির্ধারণের পর শেয়ারবাজারের লেনদেনে নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। ১০ মিনিটে পোস্ট ক্লোজিং হবে। সে ক্ষেত্রে পোস্ট ক্লোজিং সেশন হবে ১টা ৫০ থেকে ২টা। বুধবার থেকে এই সময় সূচি কার্যকর হবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে মঙ্গলবার (২৩ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকিং লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ব্যাংক লেনদেনের সময়ের ওপর ভিত্তি করে শেয়ারবাজারে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ