29 C
আবহাওয়া
১২:০২ পূর্বাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাংলাদেশ-উইন্ডিজ দল

চট্টগ্রামে বাংলাদেশ-উইন্ডিজ দল

চট্টগ্রামে বাংলাদেশ-উইন্ডিজ দল

বিএনএ, স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ বাকী থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আগামী ২৫ জানুয়ারি (সোমবার) চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে। তৃতীয় ওয়ানডে খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রামের উদ্দেশ্যে হযরত শাহজালাল বিমানবন্দন ত্যাগ করে বাংলাদেশ দলকে বহনকারী বিশেষ বিমানটি। দুপুরে চট্টগ্রাম পৌঁছে দুই দল।

তৃতীয় ওয়ানডের একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তামিম বলেন, ‘তাসকিন-সাইফউদ্দিনের মত ক্রিকেটাররা এখনো একাদশে সুযোগ পাননি। দলে জায়গা পেতে কঠিন প্রতিযোগিতা চলছে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে ম্যাচের আগে এটি কোন উদ্বেগজনক বিষয় নয়। সকলেরই খেলার সুযোগ পাওয়া উচিত। যারা এখনো খেলার সুযোগ পাননি, তারা সকলেই ভালো করার সামর্থ্য রাখে। আমি নিশ্চিত তৃতীয় ওয়ানডেতে আমাদের কিছু পরিবর্তন হবে এবং আশা করি, যারা আসবে ভালো করবে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ