18 C
আবহাওয়া
৫:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৪
Bnanews24.com
Home » গণস্বাস্থ্যের জাফরুল্লাহ চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

গণস্বাস্থ্যের জাফরুল্লাহ চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

গণস্বাস্থ্যের জাফরুল্লাহ চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বিএনএ, আদালত প্রতিবেদক: গণস্বাস্থ্য নগর হাসপাতালে নাসরিন আক্তার নামে এক প্রসূতির অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মামলা করেন প্রসূতির স্বামী এস এ আলম সবুজ।

আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২১ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় অন্য আসামিরা হলেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের ডা. নাসরিন, ডা. শওকত আলী আরমান, গাইনি বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন এবং সেবিকা শংকরী রানী সরকার।

উল্লেখ,নাসরিন আক্তার নামে এক প্রসূতিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসার জন্য তার পরিবার নিয়ে আসেন। হাসপাতালে আনার পর তার চিকিৎসা সঠিকভাবে না হওয়ায় প্রসূতির মৃত্যু হয়। এই অভিযোগে আজ প্রসূতির স্বামী আদালতে মামলা করেন।

বিএনএনিউজ/এসবি,মনির

Loading


শিরোনাম বিএনএ