30 C
আবহাওয়া
১২:০০ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ধর্ষণ মামলা: ছাত্র অধিকার পরিষদের ২ নেতার জামিন নামঞ্জুর

ধর্ষণ মামলা: ছাত্র অধিকার পরিষদের ২ নেতার জামিন নামঞ্জুর

ধর্ষণ মামলা: ছাত্র অধিকার পরিষদের ২ নেতার জামিন নামঞ্জুর

বিএনএ, আদালত প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে ৭ ডিসেম্বর রিমান্ড শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন আবেদন করা আসামিরা হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।

মামলায় আটক আরেক আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ কারাগারে রয়েছেন।

উল্লেখ, গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী (ভুক্তভোগী তরুণী) ধর্ষণের অভিযোগে লালবাগ থানায় মামলাটি করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়। মামলার বাদী শিক্ষার্থী ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী।

মামলার আসামিরা হলেন ভিপি নুরুল হক নুর, আল মামুন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

বিএনএনিউজ/এসবি,মনির

Loading


শিরোনাম বিএনএ