29 C
আবহাওয়া
৮:৩১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » এবার ট্রাকে ট্রেনের ধাক্কা : গেইটম্যানের মৃত্যু

এবার ট্রাকে ট্রেনের ধাক্কা : গেইটম্যানের মৃত্যু

এবার ট্রাকে ট্রেনের ধাক্কা : গেইটম্যানের মৃত্যু

দিনাজপুরে ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ছিটকেপড়া ট্রাকের নিচে চাপা পড়ে এক গেটম্যান নিহত হয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৫ মিনিটে ফুলবাড়ী উপজেলার রেলঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী স্টেশনমাস্টার মো. ইস্রাফিল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গেটম্যানের নাম সুশান্ত কুমার দাস। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে।

স্টেশন মাস্টার জানান, রাত ১টা ৪ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী ২৩ আপ রকেট মেইন ট্রেনটি ১নং লাইনের প্লাটফর্মে নেয়া হয়। একই সময়ে ২নং লাইনে এমজিবিসি (মালবাহী) ট্রেনকে নেয়ার জন্য লাইন তৈরির আগেই সিঙ্গন্যাল অমান্য করে এমজিবিসি (মালবাহী) ট্রেনের চালক ১নং লাইনে ঢুকে পড়ে।

এতে গেট খোলা থাকায় ওই সময় ট্রাকও ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ওই রেলঘুমটিতে কর্তব্যরত গেটম্যান সুশান্ত কুমার দাস ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এর আগে শনিবার সকালে জয়পুরহাট সদরের পুরানপৌল রেল গেইট এলাকায়  পার্বতীপুর-রাজশাহীগামী ৩২ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ১২জন বাস যাত্রী মারা যান। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।বাসটি জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল।

বিএনএ/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ