31 C
আবহাওয়া
৩:৪৬ অপরাহ্ণ - মে ২২, ২০২৫
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে দুই ইসরায়েলি দূতাবাস কর্মী গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রে দুই ইসরায়েলি দূতাবাস কর্মী গুলিতে নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুই ইসরায়েলি দূতাবাস কর্মীকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। নিহতদের মধ্যে একজন পুরুষ কূটনীতিক ও একজন নারী দূতাবাস কর্মচারী। বুধবার রাতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে এই ঘটনা ঘটে।

এ হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

ওয়াশিংটনের মেয়র বাউসার জানান, সন্দেহভাজন এক ব্যক্তিকে প্রাথমিকভাবে জাদুঘরের বাইরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। এরপর ওই ব্যক্তি চারজনের একটি দলের কাছে গিয়ে বন্দুক বের করে এবং গুলি চালায়।

পুলিশ প্রধান স্মিথ জানান, সন্দেহভাজন তার অস্ত্র ফেলার স্থান চিহ্নিত করেছে এবং সেই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক্স-এ লিখেছেন, আজ রাতে ওয়াশিংটন ডিসি-তে ইহুদি জাদুঘরের কাছে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ