28 C
আবহাওয়া
৩:১৩ অপরাহ্ণ - জুন ১৪, ২০২৪
Bnanews24.com
Home » সেফটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

সেফটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু


বিএনএ, কুমিল্লা : কুমিল্লার তিতাসে নানার বাড়িতে বেড়াতে এসে নির্মাণাধীন সেফটিক ট্যাংকে পড়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) দুপুরে উপজেলার একলারামপুর গ্রামে জাকির হোসেনের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু কায়েস একই উপজেলার সাতানী ইউনিয়নের কালাইরকান্দি গ্রামের সৌদি প্রবাসী কাউছার আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কলারামপুর গ্রামের জাকির হোসেনের নাতি কায়েস খেলা করছিল। সবার অজান্তে বাড়ির দক্ষিণ পাশে নির্মাণধীন সেফটিক ট্যাংকে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর ট্যাংকে তার মরদেহ পাওয়া যায়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আল আমিন

তিনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশু কায়েস মারা গেছে। পরে তার পরিবারের লোকজন শিশুটির মরদেহ নিয়ে গেছে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ