35 C
আবহাওয়া
৯:২৫ অপরাহ্ণ - জুন ২, ২০২৩
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশু

রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশু


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উখিয়ার ইরানি পাহাড়স্থ ৮ নম্বর ক্যাম্পে এ সংঘর্ষ ঘটে। এ তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

গুলিবিদ্ধ শিশুরা হল-ওই ক্যাম্পের এফ ব্লকের ওবায়দুল হকের ১১ বছর বয়সি মেয়ে উম্মে হাফসা ও একই ক্যাম্পের আবদুল খালেকের ৮ বছর বয়সি ছেলে আবুল ফয়েজ।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গুলিবিদ্ধ ২ শিশুকে উখিয়ার এমএসএফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলি হয়। এতে শিশু দুটি গুলিবিদ্ধ হয়েছে। এরমধ্যে উম্মে হাফসার কোমরের ওপরে পেছন পাশে ও আবুল ফয়েজের ডান পায়ে গুলি লেগেছে।

তিনি বলেন, রোহিঙ্গারা সাধারণত সংঘর্ষকারিদের ‘আরসা’ ‘আরএসও’ বললেও ২টি সন্ত্রাসী গ্রুপ। অপরাধীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

বিএনএ/ফরিদুল, এমএফ

Total Viewed and Shared : 112 


শিরোনাম বিএনএ