29 C
আবহাওয়া
৩:২৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » সাব্বির- সৌমির ‘বিবাহিত ব্যাচেলর’

সাব্বির- সৌমির ‘বিবাহিত ব্যাচেলর’

নাটক

বিনোদন ডেস্ক: আদনানের মা না থাকায় ছেলেকে নিয়ে ব্যাচেলর বাসায় থাকেন আশরাফ আলী সাহেব। এই শহরে ব্যাচেলর বাসা পাওয়া খুব কঠিন। নানান ঝামেলায় এক বাসায় বেশি দিন থাকা হয় না তাদের। বাসা খুঁজে পেতেও বেগ পোহাতে হয়। খুব কষ্টে একটা বাসা পেলেও বাধ্য হয়েই নিতে হয় মিথ্যার আশ্রয়। কিন্তু সেখানেও চোর সন্দেহে বাড়িওয়ালার মেয়ে শ্রাবণীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যায় আদনানের। তবুও ছাড়া যাবে না এই বাসা। এমনই গল্পে এগোতে থাকে নাটক ‘বিবাহিত ব্যাচেলর’। নাটকটি পরিচালনা করেছেন এম এইচ রাসেল।

নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রশিদুর রহমান। এতে আদনান চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও শ্রাবণী চরিত্রে সেমন্তী সৌমি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, সম্মু চৌধুরী, সিরাজুল ইসলাম, পামির চৌধুরী, মিলি মুন্সি, সাজ্জাদ চৌধুরী।

নাটকটি নিয়ে মিশু সাব্বির বলেন, নাটকের গল্পটি সুন্দর, ব্যাচেলর জীবনের কষ্টগুলো উঠে আসবে। সঙ্গে হাস্যরসাত্মক ঘটনাও আছে। আমরা বেশ আনন্দের সঙ্গেই কাজটি করেছি। দর্শকরাও নাটকটি পচ্ছন্দ করবে।

নাটকটি নিয়ে পরিচালক রাসেল বলেন, ব্যাচেলর জীবনে বাসা খুঁজে পাওয়া কষ্টের। আর যাদের মা মারা যান বাবা- ছেলে একা থাকেন তাদেরও কম বিড়ম্বনা পোহাতে হয় না। এমনই একটি গল্পের নাটক এটি। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগবে।

নাটকটি প্রযোজনা করেছেন তারিক হোসেন। ডাংগুলি এন্টারটেইনমেন্ট থেকে আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাবে বিবাহিত ব্যাচেলর নাটকটি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ