22 C
আবহাওয়া
৮:১৪ পূর্বাহ্ণ - মার্চ ৪, ২০২৪
Bnanews24.com
Home » মামলা প্রত্যাহার না করলে প্রতিবাদী আন্দোলন: হেফাজত

মামলা প্রত্যাহার না করলে প্রতিবাদী আন্দোলন: হেফাজত

মামলা প্রত্যাহার না করলে প্রতিবাদী আন্দোলন

বিএনএ,ঢাকা: ভাস্কর্য ইস্যুতে আলেমদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও দেশের শীর্ষ আলেমদের উদ্দেশ্যে কটূক্তিমূলক বক্তব্য বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।সেইসঙ্গে এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সোমবার(২১ ডিসেম্বর) হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মওলানা ফজলুল করীম কাসেমীর সই করা যৌথ বিবৃতিতে দেশের শীর্ষ ওলামা-মাশায়েখরা বলেন, দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে।অদৃশ্য শক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মওলানা মামুনুল হকসহ দেশের জননন্দিত আলেম-উলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী চিহ্নিত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।অন্যথায় হেফাজতে ইসলাম ও আলেম সমাজ প্রতিবাদী আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করা হয়।

দেশের শীর্ষ উলামা-মাশায়েখরা বলেছেন, আল্লামা শাহ আহমদ শফী’র মৃত্যুর পরও তাকে পুঁজি করে একটি কুচক্রি মহল বিভ্রান্তি সৃষ্টি ও আলেম সমাজকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।স্বার্থ হাসিলের মতলবে আল্লামা শাহ আহমদ শফী’র মৃত্যু পরও তার আকাশচুম্বি গ্রহণযোগ্যতাকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।আল্লামা শফী স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন যা তার বড় ছেলে পরিবারের পক্ষ থেকে দেশি-বিদেশি মিডিয়ার সামনে জাতিকে জানিয়েছেন। হাটহাজারী মাদ্রাসার সকল শিক্ষক এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। মৃত্যুর পর দুটি দেশসেরা হাসপাতালের রিপোর্ট ও ডেথ সার্টিফিকেটের মাধ্যমে দেশবাসীর সামনেও বিষয়টি স্পষ্ট হয়েছে।কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, স্বার্থান্বেষী মহলটি আল্লামা আহমদ শফির স্বাভাবিক মৃত্যুকে নিয়ে ঘোলা পনিতে মাছ শিকার করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।শুধু তাই নয়, সারা দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে হেফাজতে ইসলামের যে জাতীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে তার ব্যাপারেও তারা অপপ্রচার চালাচ্ছে যা সচেতন মহল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে সই করেছেন- আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী, আল্লামা শায়েখ আহমদ (হাটহাজারী), আল্লামা নূরুল ইসলাম, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা শায়েখ জিয়া উদ্দিন, আল্লামা আব্দুল হামিদ, মওলানা আরশাদ রাহমানী, মওলানা আবুল কালাম, মওলানা মুহাম্মদ ইসহাক, মওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মওলানা নোমান ফয়জী (মেখল), মওলানা নূরুল ইসলাম আদীব, মওলানা মাহফুজুল হক, মওলানা আবদুল আউয়াল, মওলানা এডভোকেট আবদুর রাকীব, মওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মওলানা আবদুর রহমান হাফেজ্জী, মওলানা উবায়দুল্লাহ ফারুক, মওলানা ইসমাঈল নূরপুরী, মওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপী প্রমুখ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ