32 C
আবহাওয়া
৫:০৬ অপরাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » বিআরটিএ’র নামে জাল সনদ, গ্রেফতার ১

বিআরটিএ’র নামে জাল সনদ, গ্রেফতার ১

বিআরটিএ’র নামে জাল সনদ, গ্রেফতার ১

বিএনএ, ঢাকা : রাজধানীর ধানমন্ডি থেকে বিআরটিএর নামে জাল ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন জাল সনদপত্র তৈরি চক্রের এক প্রতারককে আটক করেছে র‌্যাব-২। আটককৃতের নাম মো. নুরুল আলম (৪৫)।
র‌্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার বলেন, বুধবার বিকেলে ধানমন্ডি আবাসিক এলাকায় ভিআইপি হাট নামক বাড়ির নীচ তলার গার্ড রুম থেকে নুরুলকে আটক করা হয়। তিনি বিআরটিএ’র নামে জাল ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন জাল সনদপত্র প্রদানকারী প্রতারক চক্রের সদস্য। অভিযানকালে তার কাছ থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্সের জাল কাগজপত্র, নকলসিল, জাল লাইসেন্স তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে নুরুল জানিয়েছেন, তিনি বিআরটিএ থেকে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স নবায়ন, ইঞ্জিন পরিবর্তনের আবেদন তৈরি, লাইসেন্সের মালিকানা পরিবর্তন, অথরিটি স্থানান্তর করে দেওয়াসহ বিভিন্ন কাজ করে দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন।

তিনি মোটরসাইকেল রেজিষ্ট্রশন করতে ১৮ হাজার টাকা, প্রাইভেটকার লাইসেন্স করতে ১ লাখ ৩৫ হাজার টাকা, রুট পারমিট ২ হাজার টাকা, ফিটনেস প্রদান করতে ২ হাজার টাকাসহ কারও লাইসেন্স হারিয়ে গেলে ওই লাইসেন্স নতুন করে তৈরি করার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন।

নুরুল আলম আরও জানান, বিআরটিএসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জাল সিল ব্যবহার করে নকল পুলিশ ক্লিয়ারেন্স, নকল ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বিভিন্ন জাল কাগজপত্র, লার্নার্স পেপার ইত্যাদি প্রদানের নামে সাধারণ জনগণের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছেন।

বিএনএ/এসকে,ওজি

Loading


শিরোনাম বিএনএ