24 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় মৃত্যু ২১ লাখ ছুঁই ছুঁই

করোনায় মৃত্যু ২১ লাখ ছুঁই ছুঁই

করোনায়

বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় বিশ্বব্যাপী এ পর্যন্ত মারা গেছে ২১ লাখের কাছাকাছি । ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী জানা যায়, বৃহস্পতিবার(২১ জানুয়ারী) পর্যন্ত মারা গেছে  ২০ লাখ ৮৩ হাজার ২৫৭ জন । মোট আক্রান্ত হয়েছে ৯ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৫৩৬ জন। এ ছাড়া সুস্থ হয়েছে ৬ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৬৩৯ জন।

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১৫ হাজার ৮৯৪ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ পর্যন্ত সেখানে ২ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৯৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ৩৯ হাজার ৮৬৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ১২ হাজার ৮৯৩ জনের ।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ১১ হাজার ৭১৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজার ৯০৬ জনের।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ