24 C
আবহাওয়া
১০:২৪ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » চমেকের নতুন অধ্যক্ষ ডা. সাহেনা

চমেকের নতুন অধ্যক্ষ ডা. সাহেনা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন চমেক হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের অধ্যাপক ডা. সাহেনা আকতার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার উপ-সচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপন সংবলিত এক আদেশ ২০ জানুযারি (বুধবার) কলেজ কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। চিঠিতে এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশনা রয়েছে।

অধ্যাপক ডা. সাহেনা খাতুন দীর্ঘদিন গাইনি বিভাগে কর্মরত আছেন। নারীস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিকাশে তিনি নিরলস কাজ করে চলেছেন।

ডা. সাহেনা খাতুন বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে আমার শ্রম, মেধা ও একাগ্রতা নিয়ে নতুন দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। অতীতের ধারাবাহিকতায় দক্ষ ও আন্তরিক চিকিৎসক প্রজন্ম গঠনে নিবেদিত থাকব।

এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পদোন্নতির কমিটির সুপারিশের ভিত্তিতে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান ডা. মো. নুরুল হুদা এবং গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের প্রধান ডা. এরশাদ উদ্দিন আহমদ।

উল্লেখ্য, গত বছরের ১৬ নভেম্বর স্বেচ্ছায় অবসরে যান চমেক’র অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান। পদটি শূন্য হওয়ায় রুটিন দায়িত্ব পালনে উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়। গত ৩ জানুয়ারি চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ