23 C
আবহাওয়া
৯:৫৩ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের

টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের

টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের

বিএনএ,স্পোর্টসডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় পাকিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। রোববার(২০ ডিসেম্বর) হ্যামিলটনের সিডন পার্কে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচ জিতে এক ম্যাচ বাকী রেখে ২-০তে জিতে সিরিজ নিশ্চিত করল কিউয়িরা।

পাকিস্তানের দেয়া ১৬৪ রানের জবাবে টিম সিফার্ট ও কেন উইলিয়ামসনের অসাধারণ ব্যাটিংয়ে ৪ বল বাকী থাকতে সহজে লক্ষ্য টপকে যায় নিউজিল্যান্ড।

শুরুতে পাকিস্তানের বোলারদের ওপর চড়া হয়ে খেলতে থাকে মার্টিন গাপটিল ও টিম সিফার্ট। তিন ওভার ২ বল খেলে ৩৫ রানের জুটি করে এই দুই ওপেনার। ভয়ঙ্কর হয়ে উঠা গাফটিলকে আউট করে এই জুটি ভাঙ্গেন ফাহিম আশরাফ।এরপর কেন উইলিয়ামসন ব্যাটিংয়ে নেমে টিম সিফার্টের সঙ্গে ১২৯ রানের জুটি করে ৯ উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিকদের। কেন উইলিয়ামসন ৫৭* ও টিম সিফার্ট ৮৪* রানের অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে মোহাম্মদ হাফিজের ৫৭ বলে ১০ চার ও ৪ ছক্কায় হার না মানা ৯৯ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে পাকিস্তান।বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ৪ টি উইকেট নেন টিম সাউদি।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর রাশিয়ায় তেল ডিপোতে ইউক্রেনের হামলা প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ৯ দফা আহ্বান আনোয়ারায় নৌযান মালিক-মাঝিদের প্রশিক্ষণ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩৪ যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে রাস্তা বন্ধ করা উচিত নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা         সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা ওয়াশিংটন পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান ২০৩০ সালের আগেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চায় সরকার-পরিবেশ উপদেষ্টা