বিএনএ, বোয়ালখালী : শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে বোয়ালখালী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। সোমবার (২০ সেপ্টম্বর) সকাল ৮টায় এ ভোট গ্রহণ শুরু হয়ে চলেছে টানা বিকাল ৪টা পর্যন্ত। পৌরসভা নির্বাচনে এবার প্রথম ভোট গ্রহণ হয় ইভিএম পদ্ধতিতে।
পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী জহুরুল ইসলাম জহুর।
এছাড়া নির্বাচনের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে তারেকুল ইসলাম (ব্রীজ), ২নং ওয়ার্ডে সিরাজুল হক (উট পাখি), ৩নং ওয়ার্ডে শেখ আরিফ উদ্দীন জুয়েল (ড্রয়ার), ৪নং ওয়ার্ডে সুনীল চন্দ্র ঘোষ ( টেবিল ল্যাম্প), ৫নং ওয়ার্ডে ইসমাইল হোসেন আবু ( উট পাখি), ৬নং ওয়ার্ডে মো. নাছের আলি (ডালিম), ৭নং ওয়ার্ডে মাহমুদুল হক (ব্ল্যাকবোর্ড), ৮নং ওয়ার্ডে মো. পারভেজ (ডালিম), ৯নং ওয়ার্ডে মো.জাহাঙ্গীর আলম (ব্রীজ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে রেবেকা সুলতানা মনি (আনারস), ৪,৫,৬ নং ওয়ার্ডে জোবাইদা বেগম (আনারস) ও ৭,৮,৯নং ওয়ার্ডে শাহনাজ পারভিন নিলু (চশমা) নির্বাচিত হয়েছেন।
৯ ওয়ার্ডের ২৪টি কেন্দ্রের ১৪৯টি বুথে পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করছে ভোটাররা।
বিএনএনিউজ২৪.কম/ মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ/এইচ.এম।
Total Viewed and Shared : 149