30 C
আবহাওয়া
১২:৩৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিভিন্ন স্থানে যান চলাচলে বিঘ্ন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিভিন্ন স্থানে যান চলাচলে বিঘ্ন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিভিন্ন স্থানে যান চলাচলে বিঘ্ন

বিএনএ, ঢাকা : সোমবার (২০ মার্চ ২০২৩) সকাল থেকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের আকাশ মেঘলা। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বৃষ্টির কারণে নির্মাণাধীন ও সংস্কার কাজ চলমান সড়কসমূহ কর্দমাক্ত হয়ে পড়ায় সড়কসমূহে যানজট, ধীর গতিতে চলছে যানবাহন। যান চলাচলে বিঘ্ন ঘটায় অফিস বা কর্মস্থলগামী এবং শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়।

গুড়ি গুড়ি বৃষ্টিতে নগরের বিভিন্ন স্থানে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা

সোমবার আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে ও তাপমাত্রা বাড়তে পারে।

সোমবার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নেত্রকোনায় ৫০, বদলগাছী ৪০, সাতক্ষীরা ৩৭, সৈয়দপুর ও সিলেটে ৩৬, তাড়াশ ও গোপালগঞ্জে ৩১, দিনাজপুরে ৩০, ডিমলা ও রাজারহাটে ২৭, রংপুরে ২৬, মাদারীপুরে ২৪, ময়মনসিংহ ও কুমিল্লায় ২৩, শ্রীমঙ্গলে ১৯ ও ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

সোমবার দেশের সর্বনিম্ন রাজশাহীতে ১৭ দশমিক ১ ডিগ্রি এবং সর্বোচ্চ খেপুপাড়ায় ৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তি

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ী দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
ঢাকায় সোমবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার (২১ মার্চ ২০২৩) সূর্যোদয় হবে ভোর ৬টা ৩ মিনিট।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ