30 C
আবহাওয়া
৩:১৩ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » রেলওয়ে পূর্বাঞ্চলের উচ্ছেদ অভিযান

রেলওয়ে পূর্বাঞ্চলের উচ্ছেদ অভিযান

রেলওয়ে পূর্বাঞ্চলের উচ্ছেদ অভিযান

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রোববার (২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের কোতোয়ালি থানাধীন গোয়ালপাড়া এলাকায় এ অভিযান চালায় রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। এতে  প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ মাহাবুবুল করিম, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা শাকের আহমেদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট শফিকুর রহমান, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. শহিদুজ্জামান প্রমুখ। এছাড়া অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ২০ জন, সিএমপির ১৪০ জন পুলিশ সদস্য সহযোগিতা করছেন।

ওই এলাকায় রেলওয়ের জায়গা দখল করে প্রায় ২ হাজার অবৈধ বসতঘর ও দোকানপাট গড়ে ওঠে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ মাহাবুবুল করিম বলেন, আজ সকাল থেকে অভিযান শুরু চলবে বিকেল পর্যন্ত। সোমবারও অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ