30 C
আবহাওয়া
৬:০২ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » হাতের ব্যান্ডেজে আনলেন ১৫ মোবাইল

হাতের ব্যান্ডেজে আনলেন ১৫ মোবাইল


বিএনএ, যশোর : ভারত থেকে আসার সময় হাতে ব্যান্ডেজ করে সেখানে ৭ লাখ টাকার মোবাইল আনেন এক যাত্রী। তবে তার অভিনব এ কৌশল ধরে ফেলে কাস্টমস কর্মকর্তারা। মোবাইলগুলো জব্দ করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র ভারত থেকে আসা সানাউল্লাহ (৩৯) নামে এক যাত্রীর কাছ থেকে মোবাইলগুলো উদ্ধার করে। অভিনব কৌশলে তিনি ভারত থেকে হাতে ব্যান্ডেজ করে মোবাইলগুলো নিয়ে আসছিলেন।

ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রী মোহাম্মাদ সানাউল্লাহ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার সামিয়া পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।

কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুল লতিফ বলেন, পাসপোর্ট যাত্রী সানাউল্লাহ কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে বের হয়ে হওয়ার পর তার হাতে ব্যান্ডেজ দেখে তাদের সন্দেহ হয়। এরপর তাকে তল্লাশি করে ওই ব্যান্ডেজ এর মধ্যে থেকে ১৫টি ভারতীয় মূল্যবান মোবাইল সেট জব্দ করে কাস্টমস কর্মকর্তারা। এসময় তার লাগেজ থেকে জিন্স প্যান্ট, লেহেঙ্গা, জুতা, স্যান্ডেল, গেঞ্জি, কসমেটিকস, ব্রাসহ বিভিন্ন পণ্যও উদ্ধার করা হয়। আটক মোবাইলের মূল্য ৭ লাখ টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানান।

এ রকম অভিনব পদ্ধতিতে পণ্য পাচার করা সাধারণত দেখা যায় না। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ