বিএনএ ডেস্ক: গ্যাস লাইনের জরুরি কাজের জন্য আগামী শনিবার (২১ মে ) রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৯ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ঘণ্টা যাবত বন্ধ থাকবে গ্যাস সংযোগ।
জানানো হয়, গ্যাস লাইনের জরুরি কাজের জন্য আগামী শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর মিরপুর-১, ২, ৬, ৭, ১০, ১১, ১২, ১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ডিওএসএইচ এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া পাশ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে।
বিএনএ/ এ আর
Total Viewed and Shared : 138