37 C
আবহাওয়া
৭:৫৯ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বাকিতে সিগারেট না পেয়ে মারধরের অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

বাকিতে সিগারেট না পেয়ে মারধরের অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে


বিএনএ ডেস্ক:বাকিতে সিগারেট না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত শেখ সিয়াম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে মারধরের এ ঘটনা ঘটে। মারধরের শিকার শাহ আলম বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের ‘ক্যাম্পাস ফুড কর্নার’ এর সত্ত্বাধিকারী।

জানা যায়, শেখ সিয়াম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী। মারধরের সময় সিয়ামের সঙ্গে আরও তিন জন ছিল। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ভুক্তভোগী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে তার দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। এমন সময় ছাত্রলীগের এক কর্মী তার দোকানে বাকিতে সিগারেট চান। তিনি বাকিতে সিগারেট দিতে না চাইলে ওই কর্মী ক্ষিপ্ত হয়ে যায়। পরে ছাত্রলীগের চার কর্মী তাকে দোকানের ভেতর নিয়ে যায়।

শাহ আলম অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীরা ‘মিশু ভাইকে চিনিস?’ বলেই আমাকে মারধর শুরু করে। এলোপাতাড়ি চড়-থাপ্পড় দিতে থাকে। পরে তারা দোকানের গ্লাস টেনে দেয় যাতে করে কেউ না দেখতে পারে।’

এ বিষয়ে অভিযুক্ত শেখ সিয়ামের সঙ্গে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু বলেন, ‘চা ও সিগারেটের জন্য আমি এক ছোটভাইকে আলমের দোকানে পাঠাই। দোকানি আলম তার কাছে সিগারেটের অগ্রিম টাকা চায়। ছোট ভাই এসে বিষয়টি আমাকে জানালে আলমকে এসে টাকা নিয়ে যেতে বলতে বলি। পরে তারা দোকানে গেলে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে দোকানি আলমের একটু ঝামেলা হয়েছিল। পরে আমি ও সভাপতি গিয়ে বিষয়টি সমাধান করে দিয়েছি।’

Loading


শিরোনাম বিএনএ