17 C
আবহাওয়া
৪:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনকারী ৬ জন গ্রেপ্তার

মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনকারী ৬ জন গ্রেপ্তার

মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনকারী ৬ জন গ্রেপ্তার

বিএনএ, ঢাকা : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের পূর্ব নাখালপাড়া ও গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শুক্রবার(১৯ ফেব্রুয়ারী) ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র‌্যাব-১০ এর একটি দল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ওই ৬ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন- সফিকুল ইসলাম (২৫), মাসুদ আহমেদ রানা (৩৮), ইমন (২৩), সিরাজ আলী (৩০), রানা হাজরা (২৬) ও আল আমিন (১৯)। তাদের কাছ থেকে ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি মাউস, ৬টি ক্যাবল, ৭টি মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের সিএম২ডঙ্গল সফটওয়ার, ২০টি মোবাইল ফোন ও নগদ ৬৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছেন, তারা চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে সফটওয়ারের মাধ্যমে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরির্বতন করছিলেন।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-১০।

বিএনএ/এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ