24 C
আবহাওয়া
১০:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১০, ২০২৫
Bnanews24.com
Home » ‘সনদের ওপর জুলাই হত্যার বিচার নির্ভর করবে না’

‘সনদের ওপর জুলাই হত্যার বিচার নির্ভর করবে না’


বিএনএ, ঢাকা: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন,সনদের ওপর জুলাই হত্যার বিচার নির্ভর করবে না ।   বিচারকার্য স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে।জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের ষড়যন্ত্রে পা দিয়ে যদি জুলাই সনদ বানচাল করা হয় তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে।’

শনিবার (১৮ অক্টোবর) সকালে তিনি রাজধানীর এফডিসিতে ‘গণতন্ত্র সুরক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়। কারণ এটি পরিবর্তনের সুযোগ রয়েছে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে। বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।’

গতকাল শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর   হয়েছে। এতে ২৫টি রাজনৈতিক দলের নেতাদের স্বাক্ষরের পর স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি বামপন্থী দল অনুষ্ঠানে আসেনি ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ