বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার নকশাকারক (উপ–সহকারী প্রকৌশলী) মুমিনুল হকের বিরুদ্ধে বিয়ের নাটক সাজিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এ নিয়ে ২০ আগষ্ট চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী। এদিকে মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত মুমিনুল হক।
আদালত সূত্রে জানা যায়, আদালত মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশকে মামলাটি তদন্ত করতে আদেশ দেন। ঘটনার সত্যতা পাওয়ায় জোরারগঞ্জ থানা পুলিশ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে। ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে আদালত। এরপর থেকে মুমিনুল হক পলাতক থাকে।
অপরদিকে, কর্মস্থলে অনুপস্থিত, মামলা এবং গ্রেপ্তারী পরোয়ানা জারি হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান।
মুমিনুল হক চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম গ্রামের মহাজন হাট এলাকার হাজী মুন্সি মিয়া বাড়ির মজিবুল হকের ছেলে বলে জানা যায়।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তের সাথে ২০২০ সালের ডিসেম্বরে মোবাইল ফোনে পরিচয় হয় ভুক্তভোগী নারীর। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে, পরে তাদের বিয়ে হয়। তবে অভিযুক্ত বিভিন্ন অজুহাতে গোপন রাখে বিয়ের বিষয়। বিয়ের প্রায় আড়াই বছর পর ভুক্তভোগী জানতে পারে তার স্বামী পরকীয়ায় আসক্ত। প্রতিবাদ করায় ভুক্তভোগী নারীর সাথে বিয়ে অস্বীকার করে সম্পর্ক ছিন্ন করে অভিযুক্ত মুমিন।
আরও পড়ুন: কাপ্তাই হ্রদে গ্রাম বাংলার নৌকা বাইচ অনুষ্ঠিত
হাটহাজারী পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান জানান, মামলার কপি পাওয়ার পর পরই সরকারি নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিএনএনিউজ/বিএম