27 C
আবহাওয়া
১০:২৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » আজ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই

আজ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই

জেলা পরিষদ নির্বাচন

বিএনএ, ঢাকা: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তারা বাছাই করবেন আজ রোববার (১৮ সেপ্টেম্বর)।  নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। এছাড়া, আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োজিত রয়েছেন সংশ্লিষ্ট অতিরিক্ত বিভাগীয় কমিশনার।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানায়, এই নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬২ জন, সাধারণ সদস্য পদে ১ হাজার ৯৮৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া চেয়ারম্যান পদে ১৯ জেলায় একক প্রার্থী হিসেবে ১৯ জন রয়েছেন। তারা প্রার্থিতা প্রত্যাহার না করলে বা বাছাইয়ে বাতিল না হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ