38 C
আবহাওয়া
৫:৪৭ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » কানাডায় ভয়াবহ দাবানল, পালাচ্ছে শহরের বাসিন্দারা

কানাডায় ভয়াবহ দাবানল, পালাচ্ছে শহরের বাসিন্দারা


বিএনএ, ঢাকা:  কানাডার উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে । আগুন থেকে বাঁচতে সেখানের বাসিন্দারা নানাভাবে এলাকা ছাড়ছে।  বড় শহর ইয়েলোনাইফের দিকে এগোচ্ছে দাবানল। গত কয়েক মাস ধরেই দাবানলে বিপর্যস্ত দেশটির বেশ কিছু অঞ্চল।

আল-জাজিরার খবরে বলা হয়,  প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবানল নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি কমিটির আহ্বান করবেন।  ইয়েলোনাইফের প্রায় ২০ হাজার বাসিন্দাকে শুক্রবারের (১৮ আগস্ট) মধ্যে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।  আশপাশের এলাকাগুলো থেকেও মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এ দিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বাসিন্দাদের ফ্লাইটের কমপক্ষে দুই ঘন্টা আগে পৌঁছানোর জন্য সতর্ক করেছে। কারণ এরই মধ্যে যাত্রী ট্রাফিক বেড়ে গেছে।

সম্প্রতি দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে কানাডায়। দেশটিতে অন্তত এক হাজার সক্রিয় দাবানল রয়েছে। এর মধ্যে উত্তরপশ্চিমাঞ্চলেই দুই শতাধিক।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ