24 C
আবহাওয়া
৪:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৩, ২০২৪
Bnanews24.com
Home » চাকরির নামে প্রতারণা ,গ্রেফতার ১১

চাকরির নামে প্রতারণা ,গ্রেফতার ১১

চাকরির নামে প্রতারণা

বিএনএ, ঢাকা : আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ১১ প্রতারককে আটক করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে ২০জন চাকরিপ্রার্থীকে। রোববার(১৭ জানুয়ারী) মীম ফোর্স গার্ড লিমিটেড নামক একটি অফিসে অভিযান চালিয়ে প্রতারকদের আটক করে র‌্যাব-৪।
আটকরা হলেন- ফাহিম রহমান (২২), রবিউল (২০), সাব্বির হোসেন (২২), সবুজ মিয়া (১৮), সাব্বির (১৮), হারুন মিয়া (১৯), হিমেল মিয়া (১৮), সোনিয়া আক্তার (২১), মৌসুমী (২৪), ফারজানা আক্তার (১৮) ও রোকেয়া আক্তার (১৮)। তাদের কাছ থেকে ২০ জন চাকরীপ্রার্থী ভুক্তভোগীসহ ৫টি আইডি কার্ড, ২০টি অঙ্গীকারনামা, ১৯টি ভেরিফিকেশন ফরম, ৪টি অব্যাহতি ফরম, ২১টি আবেদন ফরম, ২২টি ট্রেনিংয়ের জন্য আবেদন ফরম, ২৫টি জীবনবৃত্তান্ত এবং ১৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, প্রতারক চক্রটি রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে-বেনামে ভূ‚ঁইফোড় প্রতিষ্ঠান খুলতো। দেশের বিভিন্ন স্থান হতে মধ্যশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল যুবক ও যুবতীদের আকর্ষনীয় ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন ধরে জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিলো।

বিএনএ/এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ