21 C
আবহাওয়া
১২:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের ২নং গেইটের কর্ণফুলী মার্কেটে ভয়াবহ আগুন

চট্টগ্রামের ২নং গেইটের কর্ণফুলী মার্কেটে ভয়াবহ আগুন

কর্ণফুলী মার্কেটে ভয়াবহ আগুন

চট্টগ্রাম: বন্দর নগরী চট্টগ্রামের দুই নম্বর গেইটস্থ কর্ণফুলী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ফাইটাররা প্রায় ২ ঘণ্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) রাত সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুনের খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।রাত সোয়া ১১টায় আগুন পুরোপুরি নির্বাপনে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ফাইটাররা। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মার্কেটিতে মূলত কাঁচা বাজার,মাছের দোকান, মুরগি ও মাংসের দোকান, মুদি দোকানসহ শতাধিক দোকান রয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানিয়েছে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ