21 C
আবহাওয়া
১:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » চসিককে ডা. এস এম সরোয়ার আলমের ৬হাজার পিস ডেঙ্গু পরীক্ষার কীট উপহার

চসিককে ডা. এস এম সরোয়ার আলমের ৬হাজার পিস ডেঙ্গু পরীক্ষার কীট উপহার

চসিককে ডা. এস এম সরোয়ার আলমের ৬হাজার পিস ডেঙ্গু পরীক্ষার কীট উপহার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার কার্যক্রমকে সফল করতে ৬ হাজার পিস ডেঙ্গু পরীক্ষার কীট উপহার দিয়েছেন ডা. এস এম সরোয়ার আলম। সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মেয়রের হাতে কিটগুলো উপহার দেন তিনি।

এসময় মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধ এখন আমার এক নাম্বার লক্ষ্য। এজন্য ডেঙ্গু প্রতিরোধে মেমন হাসপাতালকে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল হিসেবে ঘোষণা করেছি। সেখানে কারো ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শক্রমে বিনামূল্যে এনএস ১ অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে। নাগরিকদের বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সুযোগ করে দিতে ডা. এস এম সরোয়ার আলম ৬ হাজার পিস ডেঙ্গু পরীক্ষার কীট বিনামূল্যে প্রদান করে মানবতার সেবায় এগিয়ে এসেছেন। সমাজের ধনাঢ্য ব্যক্তিদের প্রতি আমার আহবান চট্টগ্রামবাসীকে সেবা দিতে ডা. এস এম সরোয়ার আলমের মতো আপনারাও এগিয়ে আসুন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ