19 C
আবহাওয়া
৩:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৩
Bnanews24.com
Home » নভেম্বর রেইন কী?

নভেম্বর রেইন কী?

নভেম্বর

বিনোদন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নিয়েছে। দ্রুত এগোচ্ছে বাংলাদেশের উপকূলের দিকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোর থেকে রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। সারাদেশে বৃষ্টির অনুপাত সমান নয়। দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হয়েছে এবং হচ্ছে। আর এই আবহাওয়া যেন আভাস দিচ্ছে, শীত এসে গেছে! তাতেই সামাজিক মাধ্যমে ছেঁয়ে যাচ্ছে একটি বহুল পরিচিত লাইন, ‘নভেম্বর রেইন’। প্রতিবছর নভেম্বর মাসেই শোনা যায় চিরাচরিত লাইনটি।

প্রশ্ন হচ্ছে নভেম্বর রেইন কী?‘নভেম্বর রেইন’ লাইনটি এসেছে বিশ্বখ্যাত রক ব্যান্ড ‘গানস অ্যান্ড রোজেস’-এর অমর সৃষ্টি নভেম্বর রেইন গান থেকে। গানটি ১৯৯২ সালে মুক্তি পায়। গানটি একই ব্যান্ডের সদস্য এক্সেল রসের লেখা। ১৯৮৩ সাল থেকে গানটি লেখা শুরু করেছিলেন এক্সেল রস।

নভেম্বর রেইন’ গানের মিউজিক ভিডিওটিতে অভিনয় করেন এক্সেল রসের প্রেমিকা স্টেফানি সেমুর। ভিডিওটির বিয়ের দৃশ্যে যে পোশাক পরেছিলেন স্টেফানি সেমুর তার দাম ছিল ৮০ হাজার ডলার। ভিডিওটিতে একটি হেলিকপ্টার শটে ব্যান্ডের লিড গিটারিস্ট স্ল্যাশের দুই পা মেলে দাঁড়িয়ে গিটারে ঝড় তোলার দৃশ্যটি ভিডিওটিকে অমরত্বের পথে নিয়ে গেছে। ডেল জেমস এর ছোটগল্প ‘উইদাউট ইউ’-কে ভিত্তি করে মিউজিক ভিডিওটি তৈরি। মিউজিক ভিডিওটি দীর্ঘদিনের জন্য টপচার্টের ১ নাম্বারে অবস্থান করেছিল।

সেই সময়ে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘নভেম্বর রেইন’ গানটি বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা অর্জন করে। বিশেষত আশির দশকের প্রজন্মের কাছে। নব্বইয়ের দশক ছাড়িয়ে একবিংশ শতাব্দীর শুরুতেও গানটি বাংলা শিক্ষিত ও আধুনিক তরুণদের কাছে জনপ্রিয়তা পায়।

বাংলাদেশের আবহাওয়া অনুসারে, নভেম্বর মাসেও সাধারনত বৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে সাগরে নিম্নচাপ থেকে এই বৃষ্টির উৎপত্তি হয়। নভেম্বর মাস শুরু হলেই সামাজিক মাধ্যমে তাই স্মরণ করা হয় নভেম্বর রেইনকে। শীতের শুরু নভেম্বরের এই বৃষ্টির পর থেকেই। তাই শীতের আগমনী বার্তায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ‘নভেম্বর রেইন’। এ সময় হঠাৎ কারো মনে পড়ে যেতে পারে প্রিয় মানুষের কথা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ