33 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - জুন ৭, ২০২৩
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর ভিশন বাস্তবে পরিণত হয়েছে: ট্রুডো

বঙ্গবন্ধুর ভিশন বাস্তবে পরিণত হয়েছে: ট্রুডো

জাস্টিন ট্রুডো

বিএনএ ডেস্ক : বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে বুধবার (১৭ মার্চ) এক ভিডিওবার্তায় কানাডার  প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন,  গত ৫০ বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। এই সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, দারিদ্রতা কমেছে, শিক্ষার হার বেড়েছে এবং স্বাস্থ্য সেবার প্রসার ঘটেছে। এর ফলে দেশের জনগণের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।’

একজন ব্যক্তির কারণে ইতিহাসে দীর্ঘস্থায়ী পরিবর্তন সম্ভব সেটি শেখ মুজিবুর রহমান করে দেখিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমানের ভিশন বাস্তবে পরিণত হয়েছে কারণ তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন মানুষকে।’

ট্রুডো বলেন, ‘আজকে আমরা উৎসব করতে পারছি শেখ মুজিবুর রহমানের স্বাধীন ও গণতান্ত্রিক একটি দেশ গড়ার ভিশনের কারণে। এটি সম্ভব হয়েছে এদেশের মানুষের প্রতি তার ভালোবাসার জন্য। আমার পিতার সঙ্গে শেখ মুজিবুর রহমানের দৃঢ় সম্পর্ক ছিল। ওই সময় থেকে দুদেশ দৃঢ় সম্পর্ক বজায় রাখছে।’

বিএনএ/ওজি 

 

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ