28 C
আবহাওয়া
১১:১৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৪
Bnanews24.com
Home » আফগান নারীদের ঐতিহ্যবাহী পোশাক নিয়ে ক্যাম্পেইন

আফগান নারীদের ঐতিহ্যবাহী পোশাক নিয়ে ক্যাম্পেইন

আফগান নারীদের ড্রেসআপ

বিএনএ বিশ্ব ডেস্ক, (১৬সেপ্টেম্বর২০২১): 

আফগান নারীরা ‘পরিচয়ের লড়াইয়ে’ রঙিন পোশাক পরিধান করে #DoNotTouchMyClothes এবং #AfghanistanCulture এর মত হ্যাশট্যাগ সহ অনলাইন ক্যাম্পেইনে তালেবান শাসনের ড্রেস কোডের সমালোচনা করছে।

আফগান যুব অধিকার কর্মী ওয়াজমা সায়েল বলেছেন, তিনি অনলাইনে তালেবান শাসনকালে  কাবুল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত মেয়েদের কালো বোরকা ও নিকাব পরিধান করা ছবি দেখে খুব অবাক হয়েছেন।

YouTube player

৩৬বছর বয়সী এই নারী যিনি সুইডেনে বসবাস করেন,  টুইটারে নিজের উজ্জ্বল সবুজ ও রুপালি পোশাক পরিহিত একটি ছবি পোস্ট করেছেন, যার ক্যাপশনে লেখা হয়েছে: “এটি আফগান সংস্কৃতি এবং আমরা কীভাবে পোশাক পরিধান করি! এর চেয়ে কম কিছু আফগান নারীদের প্রতিনিধিত্ব করে না! ”

আরও পড়ুন : নারী শিক্ষার্থীদের বোরখা পরার নির্দেশ তালেবানের

আফগান নারীরা তালেবানের শাসনের বিরোধীতা করে অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন। লিখছেন আমরা তালেবানের শাসন সমর্থন করি না।

আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে নরওয়ে থেকে এই ছবি পোষ্ট করেছেন এই নারী।

 

আফগানিস্তানের কাবুলে একজন মহিলা ঐতিহ্যবাহী আফগান পোশাকে পোজ দিচ্ছেন

নেদারল্যান্ড থেকে আফগান পোশাকে সজ্জিত নারী ফেসবুকে ছবি পোস্ট করেন।

সুইডেন থেকে আফগান ঐতিহ্যবাহী পোশাকে নিজের ছবি ফেসবুকে পোস্ট করেছেন এই নারী অধিকার কর্মী।

YouTube player

বিএনএনিউজ২৪ডটকম,জিএন

 

 

Loading


শিরোনাম বিএনএ