36 C
আবহাওয়া
১১:৩৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » গম রপ্তানি নিষেধাজ্ঞা, ভারতের বন্দরে ১৮ লাখ টন আটকা

গম রপ্তানি নিষেধাজ্ঞা, ভারতের বন্দরে ১৮ লাখ টন আটকা

গম রপ্তানি নিষেধাজ্ঞা, ভারতের বন্দরে ১৮ লাখ টন আটকা

বিএনএ,ঢাকা : গম রপ্তানিতে হঠাৎ নিষেধাজ্ঞা আরোপ করায় ভারতের বন্দরগুলোতে আটকা পড়েছে প্রায় ১৮ লাখ টন গম। রয়টার্স তাদের বিশেষ প্রতিবেদনে সোমবার এ তথ্য জানিয়েছে।

গম উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে আসন্ন সংকট মোকাবিলায় সতর্কতাস্বরূপ এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশের বাজারে দাম যাতে না বাড়ে এবং চাহিদা অনুযায়ী যোগান সংকট না দেখা দেয়, এজন্য গম রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

গম রপ্তানি নিষেধাজ্ঞার কারণে ভারতের স্থানীয় বাজারে গমগুলো বিক্রি করতে বাধ্য হবেন ব্যবসায়ীরা। এর ফলে ব্যবসায়ীরা লোকসানের মুখোমুখি হবেন। অন্তত চার জন ব্যবসায়ী রয়টার্সকে এমনটি বলেছেন।

গত শনিবার (১৪ মে) গম রপ্তানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা জানায় ভারত সরকার। ফলে ১৩ মের আগে আগে ইস্যু করা এলসি বা পেমেন্ট গ্যারান্টির বিপরীতের গমগুলো ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়।

রয়টার্স জানায়, সোমবার পর্যন্ত ভারতের বন্দরগুলোতে ২২ লাখ টন গম রয়েছে। এর মধ্যে মাত্র চার লাখ টনের এলসি রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিলার রয়টার্সকে বলেন, ‘এই ১৮ লাখ টন গমের কী হবে কেউ জানে না। কেউ চিন্তাও করেনি সরকার পুরোদমে গম রপ্তানি নিষিদ্ধ করবে।’

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ