31 C
আবহাওয়া
১:১১ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » বাবুল হত্যাকাণ্ড : চারদিনেও হয়নি অস্ত্র উদ্ধার

বাবুল হত্যাকাণ্ড : চারদিনেও হয়নি অস্ত্র উদ্ধার

বাবুল হত্যাকাণ্ড : চারদিনেও হয়নি অস্ত্র উদ্ধার

।।আমিন মুহাম্মদ।।

চট্টগ্রামে আওয়ামীলীগ নেতা ও মহল্লা সর্দার আজগর আলী বাবুল(৫৫) খুনের চারদিন পরও হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। পুলিশের এমন ভূমিকায় হতাশা প্রকাশ করেছে নিহত আজগর আলী বাবুলের পরিবার।

পুলিশ বলছে, আসামিদের ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, পরিকল্পনা করা হচ্ছে, তদন্ত অব্যাহত রয়েছে, আগ্নেয়াস্ত্রের উৎস জানা হচ্ছে ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। শিগগির উদ্ধার করা হবে হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র ।

বাবুলের ছেলে সেজান মাহমুদ সেতু জানান, হত্যাকাণ্ডের চারঘণ্টা পর সন্ত্রাসী মাছ কাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডের পর কাদেরসহ সন্ত্রাসীরা একটি ভবনে চারঘণ্টা অবরুদ্ধ ছিল। পুলিশ অস্ত্র উদ্ধার না করে উল্টো  অস্ত্র সরাতে তাকে সহযোগীতা করেছে। এখও হত্যাকাণ্ডে জড়িত বিহারি রাজু,রিপনসিলেটি, আলাউদ্দিন আলো ও আলমগীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

অস্ত্র উদ্ধার না হওয়ায় বাবুলের জানাজায় ডবলমুরিং থানার ওসি সদীপ  কুমার দাশকে ডেকে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ক্ষুব্ধ নওফেল ওসিকে উদ্দেশে করে বলেন, যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে, সেটি এখনও উদ্ধার হলো না কেন, আমি জানতে চাই।

মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-পশ্চিম) পরিদর্শক মো. শাহাদাত হোসেন খান বলেন, কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরসহ ১১ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আব্দুর রহমান(৪০) ও দিদার উল্লাহ (৪৮) নামে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে। তবে, তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তারা স্বীকারোক্তি দিতে রাজি হচ্ছে না। ক্রমান্বয়ে অন্য আসামিদের রিমান্ডে আনা হবে বলে জানান তিনি।

জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, তদন্ত চলছে। আসামি ধরা হয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়ে তৎপরতা চলছে। আশা করছি খুব শিগগিরই হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারবো। তিনি বলেন, অনাকাঙ্খিত পরিস্থিতি ঠেকাতে চেকপোস্ট, পরোয়ানাভুক্ত আসামি ও অপরাধে জড়িতদের গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে। সংঘাতপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

উল্লেখ, মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে নগরীর পাঠানটুলীর মগপুকুর এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর  প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী  আব্দুল কাদেরের সমর্থকদের   মধ্যে গোলাগুলিতে আওয়ামীলীগ নেতা ও স্থানীয় মহল্লা সর্দার আজগর আলী বাবুল নিহত হন। একই ঘটনায় মাহবুব নামে আরেক কর্মী গুলিবিদ্ধ হন। ঘটনার পর রাত ২টার দিকে আব্দুল কাদেরসহ ২৬জেনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার ভোরে নিহত আজগর আলী বাবুলের ছেলে সেজান মাহমুদ সেতু বাদি হয়ে  আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওইদিন সকালে কাদেরসহ ১৩জনকে এ ঘটনায় গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয় পুলিশ।

মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন মো. আবদুল কাদের (৫০), হেলাল উদ্দিন প্রকাশ হেলাল (৪০), ওবায়দুল করিম মিন্টু (৪৫), আবদুল ওয়াদুদ রিপন (৪২), আবদুর রহিম রাজু (৪৫), আসাদ রায়হান (৩৫), আলাউদ্দিন আলো (৩৫), ইমরান হোসেন ডলার (২৪), দিদার উল্লাহ (৪৮), সালাউদ্দিন সরকার (৪৫), দেলোয়ার রশিদ (৪২), মো. আলমগীর (৪৫) ও আবদুন নবী (৪৭)।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড চাই পুলিশ। আদালত ১১ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিএনএনিউজ/ওজি

Loading


শিরোনাম বিএনএ