24 C
আবহাওয়া
৩:৪৯ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় জাতীয় শোক দিবস পালিত

সাতকানিয়ায় জাতীয় শোক দিবস পালিত

বর্ডারগার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের উদ্যোগে সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিটিসিএন্ডসি এর ময়দানে সকালে গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম):  সাতকানিয়ায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপিত হয়েছে। বর্ডারগার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের উদ্যোগে সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিটিসিএন্ডসি এর ময়দানে  সোমবার(১৫ আগস্ট) সকালে গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, এ উপলক্ষে কেঁওচিয়া হাইস্কুলে বিজিটিসিএন্ডসি এর মেডিকেল টিমের উদ্যোগে গরীব দুস্থদের বিনামূল্যে ঔষধপত্র ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া বর্ডারগার্ড কলেজের নূর মোহাম্মদ হলে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

কেঁওচিয়া হাইস্কুলে বিজিটিসিএন্ডসি এর মেডিকেল টিমের উদ্যোগে গরীব দুস্থদের বিনামূল্যে ঔষধপত্র ও চিকিৎসা সেবা প্রদান
কেঁওচিয়া হাইস্কুলে বিজিটিসিএন্ডসি এর মেডিকেল টিমের উদ্যোগে গরীব দুস্থদের বিনামূল্যে ঔষধপত্র ও চিকিৎসা সেবা প্রদান

সাতকানিয়া উপজেলা পরিষদ
সাতকানিয়া উপজেলা পরিষদ এলাকায় বৃক্ষরোপণ, উপজেলা পরিষদ জুমা মসজিদে মিলাদ ও উপজেলা পরিষদ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মোতালেব সিআইপি, বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভাইস চেয়ারম্যানগন, সাতকানিয়া পৌরসভার মেয়র, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।

কেঁওচিয়া হাইস্কুল
কেঁওচিয়া হাইস্কুল

কেঁওচিয়া হাইস্কুল
কেঁওচিয়া হাইস্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওসমান গণি সিকদার। প্রধান শিক্ষক সুনিল কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন, সহকারী শিক্ষক সুপ্লব শীল, ছাত্রী রাধীকা শীল।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, সাতকানিয়া প্রেসক্লাব, পৌরসভা, পৃথক পৃথক কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেছেন।

বিএনএনিউজ২৪, এমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ