27.5 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৫
Bnanews24.com
Home » টহলরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্য নিহত

টহলরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্য নিহত


বিএনএ, ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবির সদস্যের মৃত্যু হয়েছে। এসময় বিজিবির এক হাবিলদার, তিন বিজিবি সদস্য ও এক আনসার সদস্য আহত হয়েছেন।আহতদের মধ্যে দুজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (১৪ মে) দিবাগত রাত ১টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাত ১টার দিকে রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলারের কড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে টহল দিচ্ছিলেন একদল বিজিবির সদস্যরা এবং সঙ্গে ছিলেন এক আনসার সদস্য। এসময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে এক আনসার ও পাঁচজন বিজিবির সদস্য গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়া হয়। এ সময় রিয়াদ হোসেন নামের এক বিজিবির সদস্যের মৃত্যু হয়।

আহতদের মধ্যে গুরুতর দুজন বিজিবি সদস্যকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। তারা হলেন- সিপাহি শাহীনুর রহমান ও সিপাহী নাদিম। বাকি তিনজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘আহতদের সুচিকিৎসার জন্য বিজিবির পক্ষ থেকে সব ধরনের উদ্দ্যোগ নেওয়া হয়েছে।’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ