30 C
আবহাওয়া
১:১১ পূর্বাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবির ইতিহাস বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক সানজীদা

বশেমুরবিপ্রবির ইতিহাস বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক সানজীদা


বিএনএ, বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারি অধ্যাপক সানজীদা পারভিন। সোমবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক সানজীদা পারভীনকে বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক পরবর্তী ৩ (তিন) বছরের জন্য ইতিহাস বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হলো। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। এ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

আগামী তিন বছর ইতিহাস বিভাগ নিয়ে পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বিভাগটির সদ্য নিয়োগপ্রাপ্ত সভাপতি সানজীদা পারভিন বলেন,
করোনার জন্য দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে যে হতাশা সৃষ্টি হয়েছে সেটা থেকে উত্তরণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করবো।এছাড়া শিক্ষার্থীদের স্কিলফুল করার জন্য ডিবেটসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে কাজ করবো। আর একাডেমিক কার্যক্রম যথারীতি নিয়ম মেনে চলবে।

বিএনএ/ফাহীসুল, এমএফ

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ