32 C
আবহাওয়া
৪:০৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৪
Bnanews24.com
Home » ববিতে স্বৈরাচার পতনের বিজয় মিছিল উদযাপন শিক্ষার্থীদের

ববিতে স্বৈরাচার পতনের বিজয় মিছিল উদযাপন শিক্ষার্থীদের

ববিতে স্বৈরাচার পতনের বিজয় মিছিল উদযাপন শিক্ষার্থীদের

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্বৈরাচার পতনের বিজয় মিছিল উদযাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিজয় মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। প্রায় এক হাজার মানুষ বিজয় মিছিলে অংশগ্রহণ করেন।

বুধবার (১৪ আগস্ট) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক থেকে বিজয় মিছিল শুরু হয়। শিক্ষার্থীরা মেইনগেট থেকে মিছিল নিয়ে ভোলারোড প্রদক্ষিণ করে ভিসি গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। এর পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে মিছিল শেষ করেন তারা। মিছিলে ছাত্র জনতার ব্যপক উপস্থিতি দেখা যায়। ছাত্র-জনতার বিজয় মিছিলে চারিদিকে উৎসমুখর পরিবেশ বিরাজ করে।

বিজয় মিছিলে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দা খোকন মোল্লা বলেন, আজকে আমি আসলে খুবই আনন্দিত যে এই বিজয়ের স্বাদ নিতে পারতেছি। শিক্ষার্থীদেরকে আন্দোলনের সময় আমরা বিভিন্নভাবে এলাকাবাসী সহযোগিতা করেছি। আন্দোলনে আমরাও বিভিন্ন সময়ে তাদের সাথে অংশগ্রহণ করেছিলাম আজকে তাই তাদের সাথে বিজয়ের আনন্দটাও ভাগাভাগি করে নিচ্ছি।

মিছিলে অংশগ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিরাজুল ইসলাম বলেন, আজকের বিজয় মিছিলে আমি প্রথমে এই আন্দোলনে আমাদের শহীদ ভাইদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার ভাইদের রক্তের বিনিময়েই আজকে আমাদের এই এই বিজয় অর্জিত হয়েছে। আমরা অবশেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি এটাই আমাদের স্বার্থকতা। আমাদেরকে এই বৈষম্যবিরোধী মনোভাব লালন করতে হবে সর্বদা, এবং সকল স্তরে বৈষম্যের অবসান ঘটাতে হবে। তাহলেই আমাদের এই বিজয় ফলপ্রসূ হবে বলে মনে করি আমি।

এই ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে গত ৯ জুন বিশ্ববিদ্যালয়ে প্রথম কোটা আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এর পর থেকে নানা চড়াই উৎরাই পেরিয়ে আন্দোলনের নানা মোড় ঘুরে স্বৈরাচার পতনের আন্দোলন শুরু হয়। সর্বশেষ ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন ঘটে।

বিএনএনিউজ/ রবিউল ইসলাম/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ