38 C
আবহাওয়া
৬:২৮ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » করোনার সংকট মোকাবেলায় চট্টগ্রামের জন্য ২৭৯২মেট্রিক টন চাল বরাদ্দ

করোনার সংকট মোকাবেলায় চট্টগ্রামের জন্য ২৭৯২মেট্রিক টন চাল বরাদ্দ

চট্টগ্রামের ৩ প্রতিষ্ঠান আমদানি করবে ২৫ হাজার টন চাল

বিএনএ, চট্টগ্রাম: করোনার সংকট মোকাবেলায় সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম জেলা ও মহানগরের অসহায় দুস্থ ও হতদরিদ্রদের জন্য ভিজিএফ ও জি.আর মিলে মোট ২ হাজার ৭৯২ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। পাশাপাশি নগদ ১ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (১৪ জুলাই) জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্ধ থেকে চট্টগ্রামের ১৫ পৌরসভার জন্য ১ হাজার ৮৩০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্ধ পাওয়ার পর সেগুলো সাথে সাথে বণ্টন করে দেয়া হয়েছে। বরাদ্ধপ্রাপ্ত চাল সমূহ পৌরসভা সমূহের ১ লাখ ৮৩ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়রগণ চালগুলো সুষ্ঠভাবে বিতরণ করছেন। এছাড়া করোনা সংকট মোকাবেলায় চট্টগ্রাম মহানগর ও উপজেলা সমূহের অসহায় পরিবারের জন্য পৃথকভাবে বরাদ্ধ এসেছে আরও ৯৬২ মেট্রিক টন জি.আর চাল। তন্মধ্যে মহানগরীর জন্য ২’শ মেট্রিক টন চাল, পৌরসভা সমূহের জন্য ৩১২ মেট্রিক টন চাল ও উপজেলা সমূহের জন্য ৪৫০ মেট্রিক টন চাল। প্রাপ্ত বরাদ্ধ থেকে ৯৬ হাজার ২’শ অসহায় পরিবার প্রতি ১০ কেজি করে চাল পাচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম মহানগর ও উপজেলা সমূহের হতদরিদ্র পরিবারের জন্য মোট বরাদ্ধ এসেছে নগদ ১ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার টাকা। প্রাপ্ত নগদ অর্থ থেকে ১৪ হাজার ৭৭৫ পরিবারকে নগদ ১ হাজার টাকা করে সহায়তা দেয়া হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরও জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্ধ থেকে ২০২০-২০২১ অর্থ বছরে নগদ, ত্রাণ ও শিশু খাদ্য সহায়তা মিলে চট্টগ্রাম মহানগর ও উপজেলা সমূহের মোট ৪ লাখ ৫৭ হাজার ৯৭৬ পরিবার অর্থাৎ ২৩ লাখ মানুষকে সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে। বর্তমান অর্থ বছরে আরো বরাদ্ধ আসতে পারে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্য পণ্য বিক্রির পাশাপাশি ও এমএস’র মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল দেয়া হয়েছে। ভিজিডি প্রোগ্রামের আওতায় জেলেদেরকেও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক সহায়তার সবচেয়ে বড় সহযোগিতা আসে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে। এ পর্যন্ত চট্টগ্রামের ৫০ লাখ মানুষ সহায়তার আওতায় এসেছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ