29 C
আবহাওয়া
৬:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা : একদিনে আক্রান্ত ১০০৩, মৃত্যু ১০

চট্টগ্রামে করোনা : একদিনে আক্রান্ত ১০০৩, মৃত্যু ১০

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএচট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ( সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষায় করোনা রোগে আক্রান্ত হয়েছে ১০০৩ জন। আক্রান্তদের মধ্যে নগরে ৬৫২ জন এবং উপজেলায় ৩৫১ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৭৮৭ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে নগরে ৪ জন এবং উপজেলায় ৬ জন মৃত্যুবরণ করেছে। বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৫টি নমুনা পরীক্ষায় ৮১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৫৭টি নমুনা পরীক্ষায় ১৯১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪০৭টি নমুনা পরীক্ষায় ১৩৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০৫টি নমুনা পরীক্ষায় ৭৮ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৩১টি নমুনা পরীক্ষায় ২৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯২টি নমুনা পরীক্ষা ৬৮ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২৪টি নমুনা পরীক্ষায় ৭৮ জন,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষায় ৩৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২২টি নমুনা পরীক্ষায় ১৪ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১০৩ নমুনা পরীক্ষায় ৬১ জন এবং এন্টিজেনে ৭১৩টি নমুনা পরীক্ষায় ২৩৫ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে।

উপজেলায় ৩৫১ জনের মধ্যে লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়ায় ১৬ জন, বাঁশখালী ১২ জন, আনোয়ারায় ৩৪ জন, চন্দনাইশ ১৯ জন, পটিয়া ১৭ জন, বোয়ালখালী ৩২ জন, রাঙ্গুনিয়া ১০, রাউজান ২২ জন, ফটিকছড়ি ২৭ জন, হাটহাজারী ৭৫ জন, সীতাকুণ্ড ৪৫ জন, মিরশ্বরাই ২৮ জন ও সন্দ্বীপ ৬ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০০৩ জন বেড়ে করোনা রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৮৭ জন। যাদের মধ্যে নগরে ৫১ হাজার ৯৪৯ জন এবং উপজেলায় ১৫ হাজার ৮৩৮ জন। একই সময় করোনা রোগে ১০ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা  বেড়ে দাঁড়িয়েছে ৮০০ জন। যাদের মধ্যে নগরে ৫০৮ জন এবং উপজেলায় ২৯২ জন।

বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ