বিএনএ, ফেনী : আগামি ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ফেনী সদর উপজেলা চেয়ারম্যান পদে উপ— নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শুসেন চন্দ্র শীল। সোমবার (১৩ অক্টোবর) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে শুসেন শীল ছাড়া অন্য কোন প্রার্থী মনোনয়ন ফরম জমা না দেওয়ায় তিনিই একক প্রার্থী ।
২০ সেপ্টেম্বর যাচাই বাছাই শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী।
এর আগে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত আওয়ামীলীগের সংসদ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ফেনী সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদন শুসেন চন্দ্র শীলকে দলীয় টিকেট দেয়।
৭ সেপ্টেম্বর তৃণমূল ভোটে ফেনীতে প্রথম হন এ আওয়ামীলীগ নেতা। তাকে চুড়ান্ত মনোনয়ন দিতে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় হাইকমান্ডের নিকট সুপারিশ পাঠানো হয়।
প্রসঙ্গত: ১৩ আগস্ট ফেনী সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বিকমের মৃত্যুতে চেয়ারম্যান পদ শুন্য হয়।
বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।
Total Viewed and Shared : 143