33 C
আবহাওয়া
১:২২ পূর্বাহ্ণ - জুন ৭, ২০২৩
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৩ কিশোর সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৩ কিশোর সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৩ কিশোর সদস্য গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৩ কিশোর সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ মে) রাতে  নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদের বাদামতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. জাফর ইকবাল ওরফে মাসুম (১৬), মো. জহিরুল ইসলাম (১৬) ও মো. শরীফ (১৩)। এসময় তাদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়।

চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোহাম্মদ মহসীন জানান, ছিনতাইয়ের প্রস্তুতিকালে আখতারুজ্জামান সেন্টারের সামনে থেকে তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেখানে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

বিএনএনিউজ/আমিন

Total Viewed and Shared : 19 


শিরোনাম বিএনএ