17 C
আবহাওয়া
৪:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » ইভিএম লো লেভেলের টেকনোলজি: জাফর ইকবাল

ইভিএম লো লেভেলের টেকনোলজি: জাফর ইকবাল

ইভিএম লো লেভেলের টেকনোলজি: জাফর ইকবাল

বিএনএ ডেস্ক, ঢাকা: ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম সম্পর্কে বলা হচ্ছে, এটা নাকি অনেক হাই লেভেলের টেকনোলজি৷ আসলে তা না। এটার টেকনোলজি খুবই লো লেভেলের বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

রবিবার (১৩ মার্চ) বিকালে রাজধানীর নির্বাচন ভবনে কমিশনের আমন্ত্রণে সংলাপে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

বলেন, এখন তো অনেক হাইটেক জিনিসপত্র আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভিএম নিয়ে প্রজেক্ট করে।

জাফর ইকবাল বলেন, আপনারা যত ভালো কাজই করেন, গালি খেতেই হবে। গালি নিয়ে ভাববেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যেন বলতে পারেন, আমি কাজটা ঠিকমতো করতে পেরেছি, এটা গুরুত্বপূর্ণ।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারে বিষয়ে জাফর ইকবাল বলেন, দেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে থাকেন। দেশ নিয়ে তারাও ভাবেন। তারা কীভাবে ভোট দিতে পারে সেটা দেখতে হবে।

জাফর ইকবাল বলেন, এখন দেখা যাচ্ছে অনেকের জাতীয় পরিচয়পত্রে ভুল হচ্ছে। এটার জন্য অনেকে অনেক টাকা খরচ করেও সমাধান পাচ্ছেন না। কমিশন এ বিষয়টি গুরুত্বের সাথে দেখলে কমিশনের পজিটিভ ইমপ্রেশন পড়বে।

নিরপেক্ষতাকে ভয় পাননা উল্লেখ করে ডা. জাফর ইকবাল বলেন, ‘আমি স্বপ্ন দেখি, একদিন এমন নির্বাচন হবে যেখানে জয়ী দল এবং হারা দল দুটাই মুক্তিযুদ্ধের পক্ষের হবে’।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ