32 C
আবহাওয়া
১২:৪৩ অপরাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » প্রথম দিনের সংলাপ শেষ; অংশ নেননি অর্ধেকেরও বেশি শিক্ষাবিদ

প্রথম দিনের সংলাপ শেষ; অংশ নেননি অর্ধেকেরও বেশি শিক্ষাবিদ

ইসির সংলাপ

বিএনএ ডেস্ক, ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে শেষ হয়েছে প্রথম দিনের সংলাপ।

রবিবার (১৩ মার্চ) বিকাল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়। শেষ হয় বিকেল সোয়া ৫ টার দিকে। প্রথম দিনে আমন্ত্রণ পাওয়া ৩০ জন শিক্ষাবিদদের মধ্যে সংলাপে অংশ নেন মাত্র ১৩ জন।

সংলাপে অংশ নেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মালিকুলার বিভাগের অধ্যাপক ড. এম আনোয়ার হোসাইন, প্রফেসর এম আবুল কাসেম মজুমদার, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহানউদ্দিন খান, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম, লোকপ্রশাসন অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন, আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক লায়লুফার ইয়াসমীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী ভিসি ড. ফারজানা ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. তানভীর হাসান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এ এফ এম মফিজুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আখতার। তবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য নিজে না আসলেও প্রতিনিধি হিসেবে তার বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর নিয়াজ আহমেদ খানকে পাঠান।

ইসির আমন্ত্রণ পেয়েও সংলাপে যাননি এমন শিক্ষাবিদের মধ্যে আছেন, প্রফেসর ইমেরিটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আখতারুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আতিকুল ইসলাম, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব)অধ্যাপক সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ফেরদৌস হাসান, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাব্বত খান, অধ্যাপক ড. মোবাশ্বের হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামছুল আলম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. তাসনিম আরিফা সিদ্দিকী।

শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে আজকের সংলাপে অংশগ্রহণ করেননি এসব শিক্ষাবিদ। সংলাপে যোগ না দেয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক নুরুল আমীন ব্যাপরী জানান, প্রধান নির্বাচন কমিশনার বর্তমান সরকারের সুবিধাভোগী ব্যক্তি। তিনি চাইলেই নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না। কমিশনের চেয়ে বড় কথা হলো কাদের অধীনে নির্বাচন হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে সে নির্বাচন সুষ্ঠু হবে না।

সংলাপ শেষে শিক্ষাবিদগণ জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আহ্বান জানিয়েছেন বেশিরভাগ শিক্ষাবিদ। এছাড়া নির্বাচনে নারীদের অংশগ্রহণ ৩০ শতাংশ নিশ্চিত করার আহ্বানও জানানো কমিশনকে।

প্রধান নির্বাচন কমিশনার জানান, অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে অভিযোগ রয়েছে। আগামী নির্বাচন যেন অধিক অংশগ্রহণমূলক ও অধিক অংশীদারিত্বমূলক হয় সে লক্ষ্যে কমিশন সবার মতামত গ্রহণ করছে। শিক্ষাবিদদের মতামত রেকর্ড করে রাখা হয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচন কমিশন পর্যায়ক্রমে সকল শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে। সংলাপ করবে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গেও। সংলাপ শেষে নির্বাচন কমিশন তার দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ