28 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৩
Bnanews24.com
Home » ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন হাথুরুসিংহে

২০ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন হাথুরুসিংহে

হাথুরুসিংহে

বিএনএ, স্পোর্টস ডেস্ক: কয়েক দিন আগেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। আগামী দুই বছর সাকিব আল হাসান, তামিম ইকবালদের দায়িত্বে থাকবেন তিনি। ইংল্যান্ড সফর সামনে রেখে ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন এ লঙ্কান কোচ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। প্রথম মেয়াদে প্রায় সাড়ে তিন বছরের মতো জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি। তবে ২০১৭ সালের শেষের দিকে আকস্মিকভাবে পদত্যাগ করেছিলেন হাথুরু।

প্রায় ছয় বছর পর একই ভূমিকায় বাংলাদেশ দলে কোচিংয়ে ফিরছেন হাথুরুসিংহে। দ্বিতীয়বার দায়িত্বে এসে তার প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

এই সিরিজকে সামনে রেখে আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব-তামিমরা। এই দুই ম্যাচের পারফরম্যান্স দেখে শিষ্যদের পরখ করবেন হাথুরুসিংহে।

বিএনএ/এমএফ

Total Viewed and Shared : 168 


শিরোনাম বিএনএ