29 C
আবহাওয়া
৫:২৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ঠান্ডা আবহাওয়ায় প্রেমিক পাচ্ছেন না শ্রীলেখা!

ঠান্ডা আবহাওয়ায় প্রেমিক পাচ্ছেন না শ্রীলেখা!

শ্রীলেখা

বিনোদন ডেস্ক: শীতের কুয়াশার চাদরে মোড়ানো চারদিক। চোখে- মুখে তখনো ঘুমের রেশ। নো মেক আপ লুকে আনমোড়া ভাঙছেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আলস্য জড়ানো এমন একটা দিনে ভালোবাসতে ইচ্ছে করছে তার। সকালে ফেসবুক পেজে নিজের ঘুম ভাঙার ছবি পোস্ট করে মনের ইচ্ছা জানিয়ে দিলেন শ্রীলেখা।

বরাবরই মনের কথা খুলে বলতে ভালোবাসা শ্রীলেখার ‘ভীষণ’ প্রেম পাচ্ছে আজ। কিন্তু শুধু প্রেম পেলেই তো হলো না। চাই একজন মনের মানুষ। তাকেই নাকি এখনও খুঁজে পাননি অভিনেত্রী। নিজের কপালকে সেই জন্য দুষে তিনি লিখলেন, ‘এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না… সবই কপাল।’

নিজের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে ভালোবাসেন শ্রীলেখা। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন প্রায় প্রতি মুহূর্তের আপডেট।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ